অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারে বিক্ষোভ দমাতে ফের গুলি, বাড়ছে মৃত্যুর মিছিল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬:০০ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার  

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে বুধবার (১ মার্চ) অন্তত ৯ জন নিহত হয়েছে।

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে বুধবার (১ মার্চ) অন্তত ৯ জন নিহত হয়েছে।

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ দমাতে গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (৩ মার্চ) এর গোলাগুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যম। 

বার্তা সংস্থা রয়টারের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের প্রধান কয়েকটি শহরে টিয়ার গ্যাস ছোঁড়ার পরপরই গুলি চালোনা শুরু হয়। ১ ফেব্রুয়ারি অং সান সূচিকে আটক ও অভ্যুত্থানের পর বুধবারই সামরিক জান্তা সবচেয়ে বেশি সহিংস ছিল বলে মন্তব্য করেছেন কয়েকজন প্রত্যক্ষ্দর্শী। 

রয়টারের কাছে মাইংয়ানে বিক্ষোভরত সি থু মং জানান, প্রথমে নিরাপত্তা বাহিনী মার্চ করে আমাদের দিকে এগিয়ে আসে এবং টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোঁড়ে। কিছুক্ষণ পর জলকামান ব্যবহার করে এবং কোনরকম সতর্কতা ছাড়াই গুলি করা শুরু করে।  

মাইংয়ানে মারা যায়ে এক কিশোর। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে অন্য বড় শহর মোনিয়াতে। মোনিয়া গ্যাজেটের সম্পদক কো থিত সার জানান, পরিবার ও চিকিৎসকের সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি যে এখানে ৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। 

এছাড়া মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেয়তে দু’জন ও ইয়াঙ্গুনে একজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর আগে সোমবার (১ মার্চ) অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় অন্তত ১৮ জন।