অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু কমে ৫, শনাক্ত বেড়ে ৬১৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ০৪:১৯ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার

২৪ ঘন্টায় মৃত্যু কমে ৫, শনাক্ত বেড়ে ৬১৪

২৪ ঘন্টায় মৃত্যু কমে ৫, শনাক্ত বেড়ে ৬১৪

২৪ ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমেছে। বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। মঙ্গলবার মারা যান ৭ জন, সোম ও রবিবার এই সংখ্যা ছিল ৮। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪২৮ জন।

**২৪ ঘন্টায় মৃত্যু ৭, শনাক্ত ৫১৫

বুধবার (৩ মার্চ) ১৬ হাজার ৪১৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬১৪ জন। গতকাল ৫১৫ জনের করোনা শনাক্ত হয়। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু   :  ৫
  • মোট মৃত্যু:         : ৮,৪২৮
  • শনাক্ত               : ৬১৪
  • মোট শনাক্ত        : ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৬ হাজার ৪১৪ জনের 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর মাসের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাইয়ে। ওই মাসে গড়ে প্রতিদিন মারা গেছেন ৪১ জন। এরপর টানা তিন মাস মৃত্যু কমলেও নভেম্বর থেকে আবার বাড়তে শুরু করে। নভেম্বর মাসে মারা গেছেন ৭২১ জন। ডিসেম্বর মাসে করোনায় মৃত্যু হয় ৯১৫ জনের। অর্থাৎ ডিসেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২০২১ সালের তিন মাসে মৃত্যু ও শনাক্তের হার কমেছে।

বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ৫ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে ৩ জন রাজধানীবাসী। চট্টগ্রামের বাসিন্দা ২ জন।

ঢাকা: ৩
চট্টগ্রাম: ২

মারা যাওয়া ৫ জনের বয়সই ষাটের ওপর। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৪ (৭৫.৬০%)
নারী:  ১ (২৪.৪০%)

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩৬ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।