অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তৃতীয়বারেও করোনা নেগেটিভ সবাই, ছোট ছোট দলে জিম করছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ০৪:১৭ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার

ছোট ছোট দলে ভাগ হয়ে বাইরেও যেতে পারছেন টাইগাররা। ছবি: বিসিবি

ছোট ছোট দলে ভাগ হয়ে বাইরেও যেতে পারছেন টাইগাররা। ছবি: বিসিবি

নিউজিল্যান্ডে তৃতীয়বারের করোনা টেস্টেও করোনা নেগেটিভ হয়েছেন তামিম-মাহমুদউল্লাহরা। এদিকে কোয়ারেন্টাইনের প্রথম সাত দিন পার হওয়ায় ছোট ছোট দলে ভাগ হয়ে জিম শুরু করেছেন টাইগাররা।

নিউজিল্যান্ড থেকে এ সিরিজে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, আজ কয়েক দলে ভাগ হয়ে জিম করেছেন টাইগাররা। বৃহস্পতিবার (৪ মার্চ) থেকে সাতজনের দলে ভাগ হয়ে খোলা আকাশের নিচে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড গিয়ে প্রথম করোনা টেস্টের পর তিন দিন রুম বন্দি থাকতে হয় টাইগারদের। দ্বিতীয় টেস্টে সবাই নেগেটিভ হওয়ায় সকাল-বিকালে ২০ মিনিট করে হাঁটার অনুমতি দেয়া হয় সবাইকে। চতুর্থ দিন থেকে লন্ড্রি সুবিধা নিশ্চিত করা হয় এবং ষষ্ঠ দিন থেকে হাঁটার সময় বাড়ানো হয়।

কোয়ারেন্টাইনের ১২ তম দিনে আবার করোনা টেস্ট করা হবে ক্রিকেটার ও কোচিং স্টাফদের। সেখানে সবাই নেগেটিভ হলে ১৪ দিন থেকে সবাই একসঙ্গে অনুশীলন করতে পারবেন এবং যে কোন জায়গায় যেতে পারবেন।

কোয়ারেন্টাইন শেষ ক্রাইস্টচার্চে ৫দিনের অনুশীলন ক্যাম্প করবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ২০ মার্চ ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৩ ও ২৬ মার্চ ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ৩০ মার্চ দ্বিতীয় ম্যাচটি হবে নেপিয়ারে আর সর্বশেষ টি-টোয়েন্টি হবে ১ এপ্রিল অকল্যান্ডে।