অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামা উচিত হয়নি: ওয়ার্নার

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২২ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার  

এপ্রিলে আইপিএল ও জুলাইতে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে দেখা যাবে ওয়ার্নারকে।

এপ্রিলে আইপিএল ও জুলাইতে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে দেখা যাবে ওয়ার্নারকে।

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠতেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঠে নামা উচিত হয়নি বলে স্বীকার করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। 

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান এই বিধ্বংসী ওপেনার। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় পুরো টি-টোয়েন্টি সিরিজ ও বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টে নামা হয়নি ওয়ার্নারের। 

অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে হারার পর দলের হাল ধরতে ম্যাচ খেলতে নেমে পড়েন ৭০ শতাংশ ফিট থাকা ওয়ার্নার। যার প্রভাব পড়েছিল তার ব্যাটিংয়েও। চার ইনিংসে ওয়ার্নারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৫, ১৩, ১, ৪৮। 

দলে তার প্রভাব তো পড়েইনি উল্টো ব্রিসবেনে শেষ দিনের নাটকীয়তায় সিরিজই হেরে বসে অস্ট্রেলিয়া। 

বর্তমানে নিজের ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলসে খেলা ডেভিড ওয়ার্নার বলেন, আমার এটা (ভারতের বিপক্ষে খেলা) করা উচিত হয়নি। টেস্ট গুলো খেলা আমারই সিদ্ধান্ত ছিল। মনে হয়েছে মাঠে নামা ও সতীর্থদের সাহায্য করা উচিত। দলে জন্যে এটাই সেরা বলে মনে করেছিলাম।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বাতিল হওয়ায় এখন বিশ্রামে আছেন ৩৪ বছর বয়সী ওয়ার্নার। এপ্রিলে আইপিএল ও জুলাইতে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে দেখা যাবে তাকে। এদিকে আহমেদাবাদে ভারতকে ইংল্যান্ড হারাতে না পারলে এবছরের শেষদিক ছাড়া টেস্ট খেলা হবে না ওয়ার্নারের।