অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাতারে রফতানি বাড়াতে কাজ করছে সরকার

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:০১ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ০২:০২ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার

কাতারের লুলু গ্রুপের পরিচালক মোহামেদ আলতাফের সাথে দেখা করেন রাষ্ট্রদূত জসিম উদ্দিন।

কাতারের লুলু গ্রুপের পরিচালক মোহামেদ আলতাফের সাথে দেখা করেন রাষ্ট্রদূত জসিম উদ্দিন।

কাতারের বাণিজ্যিক সংস্থাগুলোর সাহায্যে দেশটিতে খাদ্য ও অন্যান্য পণ্যের রফতানি বাড়াতে কাজ করছে সরকার। পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তার ঘোষণাও দিয়েছে কাতারের বাংলাদেশি দূতাবাস। 

কাতারের দৈনিক ‘দ্য পেনিনসুলা’র প্রতিবেদনে বলা হয়, কাতার সরকারের সাথে যোগাযোগ বৃদ্ধিতে ইতোমধ্যে দেশটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানির সাথে সরাসরি সাক্ষাৎ করছেন রাষ্ট্রদূত জসিম উদ্দিন। 

এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২ মার্চ) কাতারের লুলু গ্রুপের পরিচালক ড. মোহামেদ আলতাফের সাথে সৌজৈন্য সাক্ষাৎ করেছেন জসিম উদ্দিন। দেশটির মুদি, ইলেকট্রনিক ও তৈরি পোশাক ব্যবসায় সবচেয়ে এগিয়ে আছে প্রতিষ্ঠানটি। 

বৈঠকে তৈরি পোশাক, খাদ্র ও শাক-সবজি রফতানির বিষয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে ওয়েবিনার করতে সম্মত হয়েছে লুলু গ্রুপ। 

লুলু গ্রুপের সব আউটলেটে বাংলাদেশি পাটজাত পণ্য, হস্তশিল্প, মৌসুমি শাক-সবজি প্রদর্শন ও প্রচারের জন্য ‘বাংলাদেশ কর্নার‘ রাখার বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বাস দিয়েছেন লুলু গ্রুপের পরিচালক মোহামেদ আলতাফ। বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির বিষয়েও আগ্রহ দেখিয়েছেন তিনি। 

বৈঠকে দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান এবং লুলু গ্রুপের আঞ্চলিক ব্যবস্থাপক শানভাস পি.এম উপস্থিত ছিলেন।