অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:২২ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার  

জালাবাদে তিন জনের মরদেহ নিতে অপেক্ষা করছেন স্বজনরা।

জালাবাদে তিন জনের মরদেহ নিতে অপেক্ষা করছেন স্বজনরা।

আফগানিস্তানের জালালাবাদে গুলি করে তিন সাংবাদিককে হত্যা করা হয়েছে। হামলার পেছনে তালেবান দায়ী বলে জানিয়েছে দেশটির প্রশাসন। 

সংবাদ সংস্থা রয়টারের প্রতিবেদনে বলা হচ্ছে, যে তিন নারী সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের বয়স ১৮-২০। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শেষ করা এই তিন সাংবাদিক এনিকাস নামের এক বেসরকারি টেলিভিশনে ডাবিং এর কাজ করতেন। অফিস শেষে বাড়ি ফেরার সময় তাদের উপর গুলি চালানো হয়। 

পুলিশ জানিয়েছে, তারা পালিয়ে যাওয়া সময় আক্রমণকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে। যে নিজেকে তালেবান বলে স্বীকার করেছেন। তবে তালেবান তা অস্বীকার করে। 

গত কয়েকমাস ধরেই আফগানিস্তানে রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও সাংবাদিকদের জন্য লক্ষ্যবস্তু করে হত্যা করা হচ্ছে।