অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

 ‘রহস্যময় বিমানযাত্রা’ চালু করছে কান্তাস এয়ারওয়েজ

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার  

বিমানে অবতরণের আগে যাত্রীরা জানতেই পারবেননা কোন পর্যটন স্থলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে!

বিমানে অবতরণের আগে যাত্রীরা জানতেই পারবেননা কোন পর্যটন স্থলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে!

করোনার ক্ষতি পোষাতে এবং অস্ট্রেলিয়ায় ঘরোয়া পর্যটন বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কান্তাস এয়ারওয়েজ। যার নাম দেয়া হয়েছে ‘রহস্যময় বিমানযাত্রা’। কেননা বিমানে অবতরণের আগে যাত্রীরা জানতেই পারবেননা কোন পর্যটন স্থলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে!

একদিনের এই বিমানযাত্রা অবশ্য কিছু মানুষকে স্মৃতিকাতরও করে তুলবে। কেননা ১৯৯০ সালের দিকে এমন বিমানযাত্রা জনপ্রিয় ছিল অস্ট্রেলিয়াতে। 

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ খাতগুলির মধ্যে একটি হলো বিমান পরিবহন। ক্ষতি পুষিয়ে নিতে অনেকেই নানা উদ্যোগ নিচ্ছেন । থাই এয়ারওয়েজ জানিয়েছে তাদের কর্মী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। 

তবে কর্মী ছাঁটাই না করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি বিমানে বানিয়েছে রেস্টুরেন্ট এবং চালু করে গন্তব্যহীন ফ্লাইট। কান্তাস এয়ারওয়েজও একই ব্যবস্থা করেছিল।

বুধবার (৩ মার্চ) নতুন করে ‘রহস্যময় বিমানযাত্রা’ চালুর ঘোষণা দিয়েছে কান্তাস এয়ারওয়েজ। প্রতিদিন সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেন থেকে ছেড়ে যাবে কান্তাসের বোয়িং ৭৩৭ বিমান। বিমানভাড়া, খাওয়া ও ওয়াইনসহ প্রতিজনের খরচ পড়বে সর্বনিম্ন ৫৭৭ ইউএস ডলার। কিন্তু ঠিক কোথায় অবতরণ করবে তা জানবে না যাত্রী!