অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সম্রাট-আরমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার  

সম্রাট-আরমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ মার্চ

সম্রাট-আরমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ মার্চ

১৯৫ কোটি টাকা অর্থপাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি।  

এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক  প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরে  ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলাটি দায়ের করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক রাশেদুর রহমান বাদী। 

অভিযোগ বলা হয়েছে, ইসমাইল চৌধুরী রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল এলাকায় অবৈধভাবে প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে আনুমানিক ১৯৫ কোটি টাকা এনামুল হক আরমানের সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন।