অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭ এএম, ৩ মার্চ ২০২১ বুধবার  

পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচন করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচন করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পাকিস্তান-বাংলাদেশকে এগিয়ে যেতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) সভাপতি মোহাম্মদ নাসির মির্জার সাথে বৈঠকে রুহুল আলম বলেন, পাকিস্তানের সাথে সম্পর্ককে বাংলাদেশ অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং দু'দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আছে। 

সম্ভাব্য খাতগুলি তুলে ধরে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নির্মাণ সামগ্রী, সার্জিকাল পণ্য, ক্রীড়া সামগ্রী, খাদ্য প্রক্রিয়াকরণ, সুতা, পর্যটন এবং ওষুধ খাত নিয়ে কাজ করা যেতে পারে। 

 রুহুল আলম আরও জানান, উভয় দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য বরাবরই পাকিস্তানের পক্ষে ছিল। ৭০০ মিলিয়ন ডলার বাণিজ্যে বাংলাদেশ থেকে রপ্তানি ছিল মাত্র ৫০ মিলিয়ন ডলার। 

বৈঠকে উপস্থিত পাকিস্তানি ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, কোন ব্যবসায়ী বাংলাদেশের ভিসা চাইলে সহায়তা করবে তার অফিস। 

অনুষ্ঠানে আরসিসিআই সভাপতি নাসির মির্জা বলেন, পর্যটন, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নীত করা যেতে পারে।