অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আল-আরাফাহ্ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার  

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সভা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সভা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নন এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিষয়ক পর্যালোচনা সভা মঙ্গলবার (২ মার্চ ) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান।

ভার্চুয়াল সভায় উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ,  সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, আবেদ আহমেদ খান, আবদুল্লাহ্ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুল কাদের, মো. মঞ্জুরুল আলম, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী এবং ৮৯টি নন এডি শাখার ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। 

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকদের আমদানি-রপ্তানির টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হবার নির্দেশ দেন। এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে গ্রাহকদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।