অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকা গ্রহীতার সংখ্যা কমছে, মঙ্গলবার নিলেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৬:৪২ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার

মঙ্গলবার টিকা নিলেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন

মঙ্গলবার টিকা নিলেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম। তবে প্রথমদিকের তুলনায় গেল কয়েকদিনের ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা কিছুটা কম। মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ১ লাখ ১৪ হাজার ৬৮০ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনকে তা দেওয়া হলো। 

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৪২,৫৯৩ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৪ হাজার ৫২২ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৪২ হাজার ৫৯৩ জনের মধ্যে পুরুষ ২৬,৪৬৮ জন এবং নারী ১৬,১২৫ জন। 

চট্টগ্রামে ২১ হাজার ৪৭০ জনের মধ্যে পুরুষ ১২,৮৮৭ জন এবং নারী  ৮,৫৮৩ জন। 

রাজশাহীতে ১০ হাজার ৮৪৮ জনের মধ্যে পুরুষ ৬,৩১৯ জন এবং নারী ৪,৫২৯ জন। 

রংপুরে ১০ হাজার ৩৫৪ জনের মধ্যে পুরুষ ৬,০০০ জন এবং নারী ৪,৩৫৪ জন। 

খুলনায় ১৬ হাজার ৫৭০ জনের মধ্যে পুরুষ ৯,৩৭০ জন এবং নারী ৭,২০০ জন। 

সিলেটে ৪ হাজার ৬৬৯ জনের মধ্যে পুরুষ ২,৭১০ জন এবং নারী ১,৯৬৮ জন। 

ময়মনসিংহে ৩ হাজার ৮৭০ জনের মধ্যে পুরুষ ২,২১৯ জন এবং নারী ১,৬৫১ জন। 

বরিশালে ৪ হাজার ৩০৬ জনের মধ্যে পুরুষ ২,৫৭৫ জন এবং নারী ১,৭৩১ জন।

এদিকে, মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪২৩ জন। ১৫ হাজার ৩২৫ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫১৫ জন। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।