অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছাত্রদল নেতাকে না পেয়ে তিন ভাইকে ধরে নিয়ে গেছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বোধ, বুদ্ধি বিসর্জন দিয়ে সরকার নিষ্ঠুর মাফিয়াতন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ মার্চ) নয়াপল্টনে কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাফিয়া সরকার হিসেবে বিশ্বজোড়া নামডাক হওয়াতে খুশি আওয়ামী সরকার।  

রিজভী অভিযোগ করেন, গত রাতে গ্রেপ্তারের উদ্দেশে পুলিশ ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার তিন ভাই জুয়েল, সোহেল ও সুমনকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। বলেন, পুলিশের এমন আচরণ নাৎসিবাদের বহিঃপ্রকাশ।  

রিজভী আরও বলেন, পুলিশের ঘুম কেড়ে নিয়েছে গত পরশু দিন প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি। ছাত্রনেতাদের বাসায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

রিজভীর অভিযোগ, ছাত্রদলের ১৩ জন নেতাকে গ্রেপ্তার করে তাদের ৫ দিনের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তার ছাত্রদল নেতাদের রিমান্ড বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দেওয়ার দাবি জানান রিজভী।