অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসি-রোনালদোকে এক ক্লাবে আনছেন ব্যাকহাম!

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার  

নিজের মালিকানাধীন ইন্টার মিয়ামি ক্লাবে মেসি-রোনালদোকে আনতে চাইছেন ডেভিড ব্যাকহাম।

নিজের মালিকানাধীন ইন্টার মিয়ামি ক্লাবে মেসি-রোনালদোকে আনতে চাইছেন ডেভিড ব্যাকহাম।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাকে একই জার্সিতে আনার উচ্চাভিলাষী পদক্ষেপ নিতে চাইছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড ব্যাকহাম। 

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি সিএফ এর বড় অংশের মালিক ডেভিড ব্যাকহাম। মালিকানা নেয়ার পর থেকেই ক্লাবে বড় বড় ইউরোপিয়ান তারকাকে ভেড়াতে উঠে পড়ে লেগেছেন এই ফ্যাশন আইকন। ইতোমধ্যে দলে নিয়েছেন গঞ্জালো হিগুয়েন ও ব্লেইস মাতুইদির মতো তারকাকে। 

এদিকে বার্সেলোনার সাথে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমেই। ভবিষ্যতে কোন চুক্তি হবে কিনা তারও নিশ্চয়তা নেই। অন্যদিকে জুভেন্টাসের সাথে আর মাত্র ১২ মাস চুক্তি আছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর। 

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো’র সাথে আলাপকালে এই দুই তারকাকে একসঙ্গে খেলোনোর উচ্চাভিলাষী স্বপ্নের কথা জানিয়েছেন ব্যাকহাম। আর স্বপ্ন পূরণে বাধা হিসেবে দেখছেন দু’জনের অতি উচ্চ বেতনকে। 

সাক্ষাৎকারে ব্যাকহাম বলেন, “মিয়ামির ভক্তরা বড় তারকাকে দলে দেখতে চায়। হিগুয়েন ও মাতুইদির মতো তারকাকে আমরা ইতোমধ্যে দলে নিয়েছি। ক্লাবে লিও (মেসি) ও ক্রিস্টিয়ানোর নামও উঠে এসেছে। কারণ গত ১৫ বছর ধরে এই দু’জনই সেরা ফুটবল খেলছে। 

ব্যাকহাম আরও বলেন, “আমরা সেরা খেলোয়াড়দের আকর্ষিত করতে চাই আর সে ক্ষমতা মিয়ামির আছে।