অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার মাদক মামলা থেকেও ইরফান সেলিমের অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬ এএম, ১ মার্চ ২০২১ সোমবার   আপডেট: ১২:০২ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার

এবার মাদক মামলা থেকেও ইরফান সেলিমের অব্যাহতি

এবার মাদক মামলা থেকেও ইরফান সেলিমের অব্যাহতি

রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মাদক মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। মাদকের এই মামলা থেকে ইরফানের অব্যাহতি সুপারিশ চেয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আদালত মঞ্জুর করলে তিনি অব্যাহতি পান। 

সোমবার (১ মার্চ) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজের বিচারক ইরফানের অস্ত্র মামলা থেকে অব্যহতির আদেশ দেন।

গত ৫ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এ প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন

জানা গেছে, গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় এমপি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা মারে। এরপর তিনি রাস্তার পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে এরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। 

এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার বডিগার্ড মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।