অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

 মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত অন্তত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার  

মিয়ানমারে বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গনমাধ্যম।

মিয়ানমারে বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গনমাধ্যম।

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিয়েছে সামরিক জান্তা। দেশটির বেশ কয়েকটি শহরে গুলিও চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হওয়ার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। 

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীদের দমাতে গুলি করার আগে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসও ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। 

বার্তা সংস্থা রয়টারের কাছে মিয়ানমারের রাজনীতিবিদ কিয়া মিন হিটেক জানান, দেশটির দক্ষিণের শহর দাউই’তে পুলিশের গুলিতে তিন জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। তিন জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম দাউই ওয়াচও। 

দেশটির সাবেক রাজধানী ও অন্যতম শহর ইয়াঙ্গুনেও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসারত অবস্থায় একজনের মৃত্যু হয় বলে রয়টারকে জানিয়েছেন এক চিকিৎসক। মিয়ানমার মিজিমা নামক সংবাদমাধ্যমেও খবরটি নিশ্চিত করা হয়। 

১ ফেব্রুয়ারি অং সান সূ চিসহ শীর্ষস্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করে অভ্যুত্থান করে মিয়ানমার সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়।