অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আহমেদাবাদের কিউরেটরকে সিডনির দায়িত্ব দিতে চান লায়ন!

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৪:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার

আহমেদাবাদের পিচ কিউরেটরকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দায়িত্ব দিতে চান নাথান লায়ন

আহমেদাবাদের পিচ কিউরেটরকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দায়িত্ব দিতে চান নাথান লায়ন

আহমেদাবাদে অশ্বিন-আক্সারের ঘূর্ণি দেখে লোভ সামলাতে পারছেন না অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। পিচ কিউরেটরকে তাই নিজের ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দায়িত্ব দিতে চাইছেন এই অফস্পিনার। 

ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টটি মাত্র দু’দিনেই শেষ হয়ে যায়। ৩০ উইকেটের মধ্যে ২৮টিই নেন স্পিনাররা। তারমাঝে দ্বিতীয় দিনেই পড়ে শেষ ১৭ উইকেট। ম্যাচটি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তারপর থেকে পিচ নিয়ে সমালোচনায় মেতে ওঠে অনেকেই। 

ক্রিকেট ডট কম ডট এইউতে দেয়া সাক্ষাৎকারে কিউরেটরের প্রশংসার পাশাপশি সমালোচকদেরও এক হাত নিয়েছেন লায়ন। টেস্টে ৩৯৯ উইকেট নেয়া এই ক্রিকেটার বলেন, আমরা যখন পেসারদের সহায়ক পিচে খেলি আর ৪৭, ৬০ রানে অলআউট হই তখন তো এটা নিয়ে এত কথা আসেনা। যখনই পিচে স্পিনাররা সহায়তা পায় তখন সবাই কান্না শুরু করে দেয়। আমি এই রহস্য বুঝিনা। আমি খেলা দেখে খুব বিনোদিত হয়েছি।