অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও কাঠামো প্রস্তুত, বসলো শেষ ভায়াডাক্ট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৩:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার

মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও রুট

মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও রুট

পুরোপুরি কাঠামো পেয়েছে মেট্রোরেলের উত্তরা টু আগারগাঁও রুট। এটি প্রকল্পের প্রথম পর্যায়। যা রবিবার (২৮ ফেব্রুয়ারি) তার পূর্ণাঙ্গ কাঠামো পেলো। এই অংশের শেষ ভায়াডাক্টটি এ দিন বসানো হয়েছে। 

সকাল ১১টা ২০ মিনিটে মেট্রো রেলের ৩৭৫ ও ৩৭৬ নম্বর পিয়ারের উপর এই ভায়াডাক্টটি বসানো হয়। 

এর মাধ্যমে এবছরের বিজয় দিবসে এই অংশে রেল চালানোয় সরকারের অঙ্গীকার বাস্তবায়নের আরও একধাপ অগ্রগতি হলো। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই প্রকল্প বাস্তবায়ন করছে। 

আরও পড়ুন-  **মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ

শেষ ভায়াডাক্টটি বসানোর সময় উপস্থিত ছিলেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। ক্ষণটিকে বড় আনন্দের বলে উল্লেখ করে তিনি বলেন, এপ্রিলে রেল কোচগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। সেগুলো পৌঁছালেই সরকার রেল চালু করার অগ্রগতি জানাতে পারবে। 

এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছিলেন, এ বছরের বিজয় দিবসে মেট্রোরেল চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। 

রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের দৈর্ঘ্য হবে সাড়ে ২১ কিলোমিটার। এতে ১৭টি স্টেশন থাকবে।