অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ্বিতীয়বারেও করোনা নেগেটিভ টাইগাররা, দলীয় অনুশীলন শুরুর অপেক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার  

তাসকিন আহমেদের সেলফিতে দলের একাংশ।

তাসকিন আহমেদের সেলফিতে দলের একাংশ।

নিউজিল্যান্ডে দ্বিতীয় পরীক্ষাতেও করোনা নেগেটিভ এসেছে টাইগারদের।  দু’দিনের মধ্যেই দলীয়ভাবে জিম ও অনুশীলন শুরু করতে পারবেন তামিম-মাহমুদউল্লাহরা। 

নিউজিল্যান্ডে মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। তারমাঝে প্রথম সাত দিন নিজের রুমেই থাকতে হচ্ছে সবাইকে। তবে দ্বিতীয় টেস্টে নেগেটিভ আসার পর এখন বাইরে যেতে দেয়া হচ্ছে। 

২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড পৌঁছানোর পর অনেক ক্রিকেটারকেই টিম হোটেলে নিজের রুমে শারীরিক কসরত করতে দেখা যায়। এখন থেকে একসঙ্গেই সেটা চালিয়ে যেতে পারবেন টাইগাররা। 

কোয়ারেন্টাইন শেষ ক্রাইস্টচার্চে ৫দিনের অনুশীলন ক্যাম্প করবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ২০ মার্চ ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৩ ও ২৬ মার্চ ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ৩০ মার্চ দ্বিতীয় ম্যাচটি হবে নেপিয়ারে আর সর্বশেষ টি-টোয়েন্টি হবে ১ এপ্রিল অকল্যান্ডে।