অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমার আর্মির বিপক্ষে কথা বলায় জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার   আপডেট: ১২:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার

শুক্রবার (২৬ জানুয়ারি) মিয়ানমার সামরিক বাহিনীকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত কিউ মো তুন। বক্তব্যের একদিন পরই তাকে বহিষ্কার করার কথা জানিয়েছে মিয়ানমার সামরিক জান্তা। 

নিজের বক্তব্যে কিউ মো তুন বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত সেনাবাহিনীকে কোন ধরনের সহযোগীতা করা উচিত নয়। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোকে কঠিন অবস্থান নিতেও আহ্বান জানান তিনি। 

১ ফেব্রুয়ারি অং সান সূ চিসহ শীর্ষস্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করে অভ্যুত্থান করে মিয়ানমার সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) অভ্যুত্থানবিরোধী আন্দোলনকারীদের বিপক্ষে কঠোর অবস্থানে যায় দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, কয়েক ডজন বিক্ষোভকারীকে এদিন গ্রেফতার করা হয়েছে। এদিকে মনোয়া শহরে যে নারীর শরীরে গুলি লাগে তার বিষয়ে কোন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।