অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার   আপডেট: ১২:৪২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার

প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশের সংঘর্ষ, পুলিশসহ আহত কয়েকজন

প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশের সংঘর্ষ, পুলিশসহ আহত কয়েকজন

রাজধানীতে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন গণমাধ্যকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্যও। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমদের মৃত্যুতে এই প্রতিবাদ সমাবেশ ডাকে ছাত্রদল।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এর কিছুক্ষণ পর তারা রাস্তায় নামলে পুলিশ বাধা দেয়। তারপর নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ভাঙচুর করেন আশপাশে। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

পুলিশের ভাষ্য, অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে ছাত্রদল। এ সময় অনেক কর্মীকে মোটরসাইকেল ভাঙচুর ও আশেপাশের স্থাপনা ভাঙচুর করতে দেখা যায়।

নেতা-কর্মীদের যাকে সামনে পায়, তাকেই লাঠিপেটা করে পুলিশ। চলে পাল্টাপাল্টি ধাওয়া। 

এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে পড়ে এবং প্রেসক্লাবের গেট বন্ধ করে দেয়।

পুলিশের লাঠিপেটায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

একই সঙ্গে নেতা-কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে আহত হন একাধিক পুলিশ সদস্য। আহত হয়েছেন একাধিক সংবাদকর্মী।

এই সমাবেশের জন্য ছাত্রদল কোনো অনুমতি ছিল না জানিয়ে ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেছেন,  প্রেসক্লাবের ভেতর থেকে একটা গ্রুপ রাস্তায় এসে হামলা করে। আরেকটা বড় গ্রুপ প্রেসক্লাবের ভেতর থেকে ইট পাটকেল ছুড়তে শুরু করে।

সংঘর্ষ চলার সময়ে কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এই বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেয়ার কথা থাকলেও তিনি আসার আগেই সেখানে সংঘর্ষ শুরু হয়।