অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু: দুই সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ০২:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ জানতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাবন্দি থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মারা যান মুশতাক আহমেদ। 

তদন্ত কমিটির সদস্যরা হলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। 

বৃহস্পতিবার সন্ধায় কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন মুশতাক আহমেদ। প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ময়নাতদন্ত শেষে রাত ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়।