অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুড়ো তরুণের মিশেলে ক্যারিবীয় টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ১১:০৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ক্রিস গেইল।

দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ক্রিস গেইল।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে জায়গা পেয়েছেন ক্রিস গেইল (৪১ ও ফিদেল এডওয়ার্ড (৩৯)। স্কোয়াডে আছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে চমক দেখানো আকিল হোসেনও। বুড়ো আর তরুণদের এমন মিশেলেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা। 

জানুয়ারিতের সাদা বলের সিরিজে আনকোরা দল নিয়ে বাংলাদেশে আসে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে বাজে ভাবে হোয়াইওয়াশ হয় জেসন মোহাম্মেদের দল। তবে ঘরের মাঠে আর তেমনটা করছেনা ক্যারিবীয়রা। দলের অভিজ্ঞ সেনানীদের আবারও নিয়ে আসা হয়েছে দলে। 

দুই বছর পর ক্যারিবীয় স্কোয়াডে ডাক পেয়েছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এবার ডাক পাওয়ার আভাস পেয়েই পাকিস্তান সুপার লিগ(পিএসএল) ছেড়ে ছুটে যান দেশে। 

তবে ১৪ জনের স্কোয়াডে সবচেয়ে বড় চমক ফিদেল এডওয়ার্ড। প্রায় ৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই পেসার। সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন এডওয়ার্ড। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সে তার জাতীয় দলের দরজা খুলেছে। 

এদিকে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দারুণ খেলা জেসন হোল্ডার স্কোয়াডে ফিরলেও করোনা থেকে সেরে না ওঠায় দলে নেই আন্দ্রে রাসেল। এছাড়া তরুণদের মধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে আকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ারের। মার্চের ৩, ৫ ও ৭ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড:
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, আকিল হোসেন, ওবেদ ম্যাকয়, এবং রভম্যান পাওয়েল।