অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ১১, শনাক্ত ৪৭০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার  

২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ১১, শনাক্ত ৪৭০

২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ১১, শনাক্ত ৪৭০

২৪ ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। বৃহস্পতি ও বুধবার এই সংখ্যা ৫ ছিল, মঙ্গলবার ১৮। এরও আগের দুদিন অর্থাৎ সোম ও রবিবার মারা যান ৭ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৯৫ জন।

**২৪ ঘন্টায় মৃত্যু ৫, শনাক্ত কমে ৪১০

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)১৫ হাজার ৩২ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪৭০ জন। বৃহস্পতিবার ৪১০ জনের করোনা শনাক্ত হয়। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু   :  ১১
  • মোট মৃত্যু:         : ৮,৩৯৫
  • শনাক্ত               : ৪৭০
  • মোট শনাক্ত        : ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৫ হাজার ৩২ জনের 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর মাসের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাইয়ে। ওই মাসে গড়ে প্রতিদিন মারা গেছেন ৪১ জন। এরপর টানা তিন মাস মৃত্যু কমলেও নভেম্বর থেকে আবার বাড়তে শুরু করে। নভেম্বর মাসে মারা গেছেন ৭২১ জন। ডিসেম্বর মাসে করোনায় মৃত্যু হয় ৯১৫ জনের। অর্থাৎ ডিসেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন বছরের দুই মাসে মৃত্যু ও শনাক্তের হার কমেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ১১ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে ৭ জন রাজধানীবাসী। চট্টগ্রামের বাসিন্দা ৪ জন।

ঢাকা: ৭
চট্টগ্রাম: ৪

মারা যাওয়া ৯ জনেরই বয়স ষাটের ওপর এবং ২ জনের বয়স ৫১-৬০ এর মধ্যে। এছাড়া গেলো ২৪ ঘণ্টায়ও নারীদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি।

পুরুষ: ৬ (৭৫.৬৩%)
নারী:  ৫ (২৪.৩৭%)

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৩ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন।