অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লেখক মুশতাকের মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার   আপডেট: ০২:০২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

লেখক মুশতাকের মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই

লেখক মুশতাকের মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ময়নাতদন্তের পরই লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ জানা যাবে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলার নবনির্মিত পুলিশ সুপারের অফিস ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লেখক মুশতাক আহমেদ এর আগেও তার লেখনীর মাধ্যমে দুয়েকবার আইনশৃঙ্খলা প্রতি এবং অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করায় অনেকে মামলা করেছিলেন। ২০২০ সালে মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন।’

তিনি বলেন, ময়নাতদন্তের পরই মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত কমিটি হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ অন্যান্যরা।