অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিরিয়ায় বাইডেনের নির্দেশে হামলা, নিহত ১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার  

সিরিয়ায় বাইডেনের নির্দেশে হামলা, নিহত ১৭

সিরিয়ায় বাইডেনের নির্দেশে হামলা, নিহত ১৭

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় ইরান-সমর্থিত দুটি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য হামলা চালিয়েছে।এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ওই অঞ্চলে গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের ওপর কিছু রকেট হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এ অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 

সিএনএন বলছে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর তার নির্দেশে জানামতে এটাই প্রথম হামলা। সিরিয়ায় যে স্থানে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা হয়েছিল,  যুক্তরাষ্ট্র অবশ্য ওই হামলা নির্দিষ্ট করে সেই স্থানে চালানো হয়নি।

সিরিয়ায় মোতায়েন যৌথ বাহিনীর অংশীদার ও মার্কিন মিত্রদেশগুলোর সঙ্গে পরামর্শ করেই প্রেসিডেন্ট বাইডেন হামলা চালানোর এই সিদ্ধান্ত নিয়েছেন। এ হামলায় সিরিয়া সীমান্তে ইরান-সমর্থিত কাইতিব হিজবুল্লাহ, কাইতিব সায়েদ আল শুহাদাসহ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীর একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সিরিয়ায় হামলা চালানোর সিদ্ধান্ত প্রশাসনের একেবারে শীর্ষস্থান থেকে নেওয়া হয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর কোনো সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে এ হামলা করা হয়নি।