অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস পেয়েছে ব্র্যাক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১০:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক আয়োজিত আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস ২০১৯ পেয়েছে ব্র্যাক।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পুরষ্কার বিতরণী আয়োজনে ব্র্যাক এর সহযোগী পরিচালক (অর্থ এবং হিসাব) অসিত বরণ দাশের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন। 

আর্থিক সচ্ছতা নিশ্চিতে পূর্বেও ব্র্যাক বিভিন্ন অর্থনৈতিক অ্যাওয়ার্ডস জয় করেছে যার মধ্যে ইনস্টিটিউট অফ চার্টাড একাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল অ্যাওয়ার্ড, আইসিএমএবি আয়োজিত বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস আয়োজিত বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ডস উল্লেখযোগ্য।