অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সীমান্তে গোলাগুলি বন্ধে সম্মত ভারত-পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার  

২৫ ফেব্রুয়ারি থেকে সীমান্তে গুলি বন্ধ রাখবে দু’দেশ।

২৫ ফেব্রুয়ারি থেকে সীমান্তে গুলি বন্ধ রাখবে দু’দেশ।

জম্মু-কাশ্মীর ও অন্যান্য সীমান্তে গুলি চালানো বন্ধের বিষয়ে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে সীমান্তে গুলি বন্ধ রাখবে দু’দেশ।

ভারত-পাকিস্তানের সামরিক বাহিনীর মহাপরিচালকের কার্যালয় থেকে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, হটলাইনের মাধ্যমে যোগাযোগ করেছেন দু’জন। উভয় পক্ষ সীমান্তে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে আগামী দিনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দিয়েছেন।

কোন ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না করতে সামনেও হটলাইনে এবং পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।