অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেসলাকে টক্কর দিচ্ছে চীনের ৪৫০০ ডলারের ইলেক্ট্রিক কার!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০২:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা দিয়েই শীর্ষ ধনী হয়েছেন ইলন মাস্ক। সে টেসলাকেই কিনা বাজারে টক্কর দিচ্ছে চীনের ৪৫০০ ডলারের (৩ লাখ ৮০ হাজার টাকা) ইলেকট্রিক কার (ইভি)!

উইলি হংগাং মিনি গাড়িটি যৌথ উদ্যোগে নির্মান করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এসএআইসি ও যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস।

গত মাসেই চীনের টেসলার চেয়ে দ্বিগুণ বিক্রি হয়েছে এই ইলেক্ট্রিক গাড়িটি। ৪৫০০ ডলার দামের গাড়িটিই সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে দেশটিতে। যেটাতে এয়ার কন্ডিশন (এসি) নেই। তবে মাত্র ৫০০ ডলার দাম বাড়িয়ে এসির সুবিধা দিয়ে নতুন মডেলও এনেছে প্রতিষ্ঠানটি।