অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফেসবুক-ইন্সটাগ্রামে মিয়ানমার সেনাবাহিনী নিষিদ্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার  

নিজেদের সব ধরনের প্লাটফর্ম থেকে মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক। 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, ফেসবুক ও ইন্সটাগ্রামে তাতমাডো’র (মিয়ানমার সামরিক বাহিনী) অ্যাকাউন্ট চলতে দেয়া ‘ঝুঁকিপূর্ণ’। অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর ফেসবুকের আচরণবিধি লঙ্ঘনে মিয়ানমার সামরিক বাহিনীর মূল পেইজ বন্ধ করে দেয় ফেসবুক। ২০২০ সালে নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ফেসবুকে প্রচারণা চালায় পেইজটি। 

ফেসবুকের বিবৃতিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ও তারপর প্রাণঘাতি হামলার পর এমন পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল। 

মিয়ানমারে অভ্যুত্থানের পর এখন পর্যন্ত তিন জন বিক্ষোভকারী ও এক জন পুলিশ সদস্য নিহত হয়েছে।