অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০৩২ অলিম্পিক আয়োজকের তালিকায় এগিয়ে ব্রিসবেন

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০১:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ব্রিসবেন ছাড়াও ২০৩২ সালে অলিম্পিক আয়োজনে আগ্রহ দেখায় ইন্দোনেশিয়া, বুদাপেস্ট, চীন ও দোহা।

ব্রিসবেন ছাড়াও ২০৩২ সালে অলিম্পিক আয়োজনে আগ্রহ দেখায় ইন্দোনেশিয়া, বুদাপেস্ট, চীন ও দোহা।

২০৩২ সালে অলিম্পিক আয়োজক হিসেবে অস্ট্রেলিয়ান ব্রিসবেনকে অগ্রাধিকার দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আয়োজন প্রসঙ্গে শীঘ্রই অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি ও ব্রিসবেন বিড কমিটির সাথে আলোচনায় বসবে বলেও জানিয়েছে সংস্থাটি। 

ব্রিসবেন ছাড়াও ২০৩২ সালে অলিম্পিক আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল ইন্দোনেশিয়া, বুদাপেস্ট, চীন, দোহা ও জার্মানির রুহর ভ্যালি। 

২০১৮ সালে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল ব্রিসবেনে। সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনার জন্য সেবার বিশ্বব্যাপী প্রশংসা পায় ব্রিসবেন। সবকিছু ঠিক থাকলে মেলবোর্ন (১৯৫৬) ও সিডনির (২০০০) পর ব্রিসবেন হবে অলিম্পিক আয়োজনকারী তৃতীয় অস্ট্রেলিয়ান শহর। 

এর আগে কোনো শহর বা দেশকে অগ্রাধীকার দেয়া হতোনা। ভোটের প্রচারণায় অনেক টাকা খরচ করতো শহরগুলো। অর্থ অপচয় কমাতেই ২০১৯ সালে আয়োজক বাছাইয়ের নিয়ম পরিবর্তন করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 

করোনার কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিক ২০২১ সালে আয়োজিত হবে। ২০২৪ সালে ফ্রান্স ও ২০২৮ সালে অলিম্পিক আয়োজন করবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।