অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুধবার টিকা নিলেন ১ লাখ ১২ হাজার ৯৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার  

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম। বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ১ লাখ ১২ হাজার ৯৯ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জনকে তা দেওয়া হলো। 

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৬০, হাজার ৭৪০ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৭ হাজার ৮৫৭ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৬০ হাজার ৭৪০ জনের মধ্যে পুরুষ ৩৮,৩৩৫ জন এবং নারী ২২,৪০৫ জন। 

চট্টগ্রামে ৩৭ হাজার ০৭৪ জনের মধ্যে পুরুষ ২২,৮২০ জন এবং নারী ১৪,২৫৪ জন। 

রাজশাহীতে ১৮ হাজার ১৭৯ জনের মধ্যে পুরুষ ১০,৭৯১ জন এবং নারী ৭,৩৮৮ জন। 

রংপুরে ১৬ হাজার ৬১২ জনের মধ্যে পুরুষ ১০,১৫৩ জন এবং নারী ৬,৪৫৯ জন। 

খুলনায় ২৪ হাজার ৮৩৮ জনের মধ্যে পুরুষ ১৪,৭৭৬ জন এবং নারী ১০,০৬২ জন। 

সিলেটে ৮ হাজার ২৮৮ জনের মধ্যে পুরুষ ৫,১৫৬ জন এবং নারী ৩,১৩২ জন। 

ময়মনসিংহে ৭ হাজার ৮৬০ জনের মধ্যে পুরুষ ৪,৮৪৪ জন এবং নারী ৩,০১৬ জন। 

বরিশালে ৮ হাজার ৩৯৪ জনের মধ্যে পুরুষ ৫,২২৪ জন এবং নারী ৩,১৭০ জন।

এদিকে, ২৪ ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৮। এরও আগের দুদিন অর্থাৎ সোম ও রবিবার মারা যান ৭ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৭৯ জন।