অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল মোমেনের ফোনালাপ

বৈশ্বিক নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্রই, প্রত্যাশা বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল মোমেনের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল মোমেনের ফোনালাপ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য ফের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেনের সঙ্গে ফোনে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশ আশা করছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক নেতৃত্বেই নিজের অবস্থান ধরে রাখবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ফোনালাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও রোহিঙ্গা সংকটে পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান মোমেন।  

এছাড়াও ব্লিনকেন এবং মোমেন অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্ট্র্যাটেজিক স্তরে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন উভয় দেশের সর্ব্বোচ্চ রাজনৈতিক নেতাদের সফরের ওপর জোর দেন। আব্দুল মোমেন আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত বাংলাদেশ সফর করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

এছাড়া দুই নেতা দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।