অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফেনী

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার  

মিরজাদী সেব্রিনা ফ্লোরা

মিরজাদী সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে সরকার। সে অনুযায়ী কাজ করছেন তারা।

তিনি বলেন, টিকা কার্যক্রম থেমে থাকবেনা। যাদেরকে টিকা দেওয়া প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।  

বুধবার দুপুরে ফেনীর ২৫০ শয্যা হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলোচনা কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত, ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক সাহেদুল ইসলাম কাওসার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, সিনিয়র কনসাল্টেন্ট কামরুজ্জামান ও আরএমও ইকবাল হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।