অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেই ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০১:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের ক্রাইস্টচার্চে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান।

স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের ক্রাইস্টচার্চে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান।

২০১৯ সালের ১৫ মার্চের কথা নিশ্চয়ই ভুলবেন না টাইগাররা। সেদিন ক্রাইস্টচার্চে অল্পের জন্য নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যান মাশরাফিরা। করোনার পর প্রথম বিদেশ সফরে সে ক্রাইস্টচার্চেই পা রাখলেন টাইগাররা। 

স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের ক্রাইস্টচার্চে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সবাইকে নিয়ে যাওয়া হবে লিংকন ইউনিভার্সিটির হাই-পারফরম্যান্স সেন্টারে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে প্রথম সাত দিন একে অপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন ক্রিকেটাররা। 

রুমের দরজায় খাবার দিয়ে আসা হবে এবং নিজের রুম ও টয়লেট নিজেকেই পরিষ্কার করতে হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে পরবর্তী সাত দিন একে অপরের সাথে দেখা করতে পারবেন ডোমিঙ্গো শিষ্যরা। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটনে হবে ৫ দিনের অনুশীলন । ২০ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয়ও ওয়ানডে মাঠে গড়াবে ২৩ ও ৩৬ তারিখ। আর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল।