অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার  

জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাতে জো বাইডেন।

জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাতে জো বাইডেন।

ক্ষমতা নেয়ার পর থেকে অন্য দেশের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রথম বৈঠকটি ছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে। 

বৈঠকে উভয় দেশই জলবায়ু পরিবর্তন ও চীনের বিষয়ে নিজেদের নীতি তুলে ধরেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে আটকে পড়া দুই কানাডিয়ানের মুক্তি নিয়েও আলোচনা করা হয়। ২০৫০ সালে মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে দু’দেশ কাজ করার বিষয়েও সম্মত হয়। 

সাধারণত যে কোন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট প্রথম বিদেশ সফরে কানাডায় যান। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও যেতেন তবে করোনার কারণে বৈঠকটি অনলাইনেই হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন কানাডার সাথে সম্পর্ক ঠিক উষ্ণ ছিল না। নিজের নির্বাচনী প্রচারণায় সে সম্পর্ক ঠিক করার কথা বলেছিলেন জো বাইডেন।