অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মামলার প্রতিবেদন ৫ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ১২:০৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মামলার প্রতিবেদন জমার তারিখ পেছালো ১৭ বার

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মামলার প্রতিবেদন জমার তারিখ পেছালো ১৭ বার

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ৭১জন নিহতের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবীর হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক নতুন করে এ তারিখ ধার্য করেন। এনিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত ১৭ বার নিয়েছে পুলিশ। 

জানা যায়, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে সোহেল ওরফে শহীদ ও হাসানসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলায় তিনি অভিযোগ করেন, আসামিরা তাদের চারতলা বাড়ির বিভিন্ন ফ্লোর দাহ্য পদার্থের গুদাম হিসেবে ভাড়া দেয়। দাহ্য পদার্থের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।