অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন ইব্রাহিম খালেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:০২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০১:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

চলে গেলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে তার অবদান সবাই মনে রাখবে।  বাংলাদেশ ব্যাংকের এই সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ সকাল পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

**ইব্রাহিম খালেদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ইব্রাহীম খালেদ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ১ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে বিএসএমএমইউতে নেওয়া হয়। 

১৯৬৩ সাল থেকে ব্যাংকিং পেশায় নিযুক্ত খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন ছাড়াও দেশের একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসাবে এবং পূবালী ব্যাংকের পরিচালক নিযুক্ত হয়েছিলেন। 

১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই প্রোথিতযশা অর্থনীতিবিদ।