অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন সৈয়দ আবুল মকসুদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০২:১১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ আবুল মকসুদ

বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ জানিয়েছেন, বিকালে তার বাবা হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার বাবা মারা যান।

সৈয়দ আবুল মকসুদ দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই, প্রবন্ধ এবং কলাম লিখেছেন। তার রচিত বইয়ের সংখ্যা প্রায় চল্লিশ। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সমসাময়িক বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে অকপট কথা বলার জন্যও তিনি সমাদৃত ছিলেন।