অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চ্যাম্পিয়ন্স লীগ: সুয়ারেজকে ভয় পাচ্ছেন চেলসি কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার  

চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটের লড়াইয়ে অ্যাতলেটিকোর ‍মুখোমুখি হবে চেলসি।

চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটের লড়াইয়ে অ্যাতলেটিকোর ‍মুখোমুখি হবে চেলসি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। তার আগে লুইস সুয়ারেজকে নিয়ে নিজের ভয়ের কথা জানালেন চেলসি কোচ থমাস টুখেল। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সুয়ারেজের বিষয়ে নিজের মুগ্ধতার কথা জানান চেলসি কোচ। অ্যাতলেটিকো মাদ্রিদে তার যোগ দেয়ার আগে এই উরুগুয়ান স্ট্রাইকারকে নিজের সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) আনতে চেয়েছিলেন বলে জানান থমাস টুখেল। 

এদিয়ে অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনেও জানিয়েছেন চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দলে বড় অবদান রাখতে পারেন সুয়ারেজ। 

এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে চেলসির হয়ে ছয় ম্যাচে ডাকআউটে দাঁড়িয়েছেন টুখেল। কোন ম্যাচেই হারেননি এই জার্মান কোচ। তবে অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচকে সহজভাবে নিচ্ছেন না তিনি। 

সংবাদ সম্মেলনে চেলসি কোচ বলেন, সামনে আমাদের জন্য বড় ম্যাচ্। অ্যাতলেটিকো অনেক অভিজ্ঞ একটি দল, বিশেষ করে তাদের দিয়েগো সিমিওনের মতো কোচ আছে।