অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইপিএল বিজ্ঞাপনে অজি ক্রিকেটারদের অংশগ্রহণে বিধিনিষেধ

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার  

অস্ট্রেলিয়ান (অজি) ক্রিকেটারদের আইপিএল বিজ্ঞাপনে অংশ নেয়া নিয়ে বিধিনিষেধ জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটি জানিয়েছে  কোন জুয়া, ফাস্ট ফুড, মদ কিংবা টোবাকো কোম্পানির বিজ্ঞাপন করতে পারবেন না ওয়ার্নার-স্মিথরা। 

সিএ'কে উদ্ধৃত করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) থেকে বলা হয়েছে, উপরোক্ত কোন কোম্পানির নাম বা লোগো আছে এমন দলের গ্রুপ ছবিতে অজি ক্রিকেটাররা থাকতে পারবেনা যদি তা গণমাধ্যমের জন্য তোলা হয়। 

এছাড়াও আরও কিছু বিধিনিষেধ দিয়েছে সিএ। টিভি, রেডিও, প্রিন্ট, অনলাইন বা ইন্টারনেট যে কোন মাধ্যমের বিজ্ঞাপনে কোন ফ্রাঞ্চাইজি ব্যবহার করতে পারবে (১) কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন অজি ক্রিকেটার; অথবা (২) একই প্রদেশের দুই অজি ক্রিকেটার থাকলে একজনকে; বা (৩) বিগ ব্যাশে একই দলে খেলা একজনকে। 

আইপিএলের ১৪ তম আসরে বিভিন্ন দলে খেলবেন ১৯ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাই ফ্রাঞ্চাইজিগুলো ইতোমধ্যে নিজেদের হাতাশা প্রকাশ করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্রাঞ্চাইজ থেকে ক্রিকবাজকে জানানো হয়, কীভাবে বিসিসিআই এমন প্রস্তাবে রাজি হলো? তাও এমন এক দেশের যাদের প্রধান স্পন্সরই জুয়া ও মদ কোম্পানি। 

তবে এর কিছু সহজ ব্যাখ্যাও আছে। বিগ ব্যাশের টাইটেল স্পন্সর কেএফসি। বর্তমান বিধিনিষেধের কারণে অজি ক্রিকেটাররা কেএফসির প্রতিযোগী ম্যাকডোনাল্ডের বিজ্ঞাপন করতে পারবেনা।