অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে সিঙ্গাপুর ও রোমানিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার  

সিঙ্গাপুর ও রোমানিয়া বাংলাদেশ থেকে শিগগির কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিঙ্গাপুর ১০ হাজার এবং রোমানিয়া দুই হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে বলে জানান মন্ত্রী।

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে ব্লিঙ্কেনসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ সময় ২৪ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের নির্দিষ্ট কোন বিষয়ের কথা বলেননি তিনি। তিনি বলেন, সেখানকার নতুন প্রশাসনের সঙ্গে অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে শিগগির বাংলাদেশে আসবেন।