অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমপি পাপুলের সংসদ সদস্য পদ শূণ্য

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০৫:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

কাজী শহিদ ইসলাম পাপুল

কাজী শহিদ ইসলাম পাপুল

মানবপাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। কাজী শহিদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে তার সংসদ সদস্য পদ বাতিল করে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

অর্থপাচার ও মানবপাচারের মতো অপরাধে জড়িত থাকার দায়ে গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। কারাদণ্ডের পাশাপাশি পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এমপি পাপুলকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।