অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ড সফরে টাইগারদের স্পন্সর ‘ইভ্যালি’

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০৪:৪৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

২ কোটি টাকায় নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্পন্সর হলো ইভ্যালি।

২ কোটি টাকায় নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্পন্সর হলো ইভ্যালি।

আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে থাকছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’। সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে এ সংক্রান্ত চুক্তিও সেরে নিয়েছে প্রতিষ্ঠানটি। 

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে ছিল বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের পণ্য লাইফবয়। তারপর থেকেই কোন স্থায়ী স্পন্সর নেই টাইগারদের। পাকিস্তান সফরে কোন টাইটেল স্পন্সর ছাড়াই মাঠে নামে মুমিনুলরা। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে স্পন্সর ছিল আকাশ। 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের স্পন্সর ছিল বেক্সিমকো। আর ২৪ তারিখ নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ২ কোটি টাকার চুক্তিতে স্পন্সর হয়েছে ইভ্যালির সাথে।

তবে বিসিবির সাথে এবারই প্রথম যুক্ত হয়নি ইভ্যালি। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পন্সর হিসেবে ছিল প্রতিষ্ঠানটি।