অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২২ জুন

চবি করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০৩:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

২২ জুন থেকে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা।

২২ জুন থেকে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা।

২২ জুন থেকে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় থেকে প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ইউনিটের পরীক্ষা ২২ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন, ২৮ জুন-১ জুলাই ও ৫-৮ জুলাই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। 

কোন ইউনিট/উপ-ইউনিটের পরীক্ষা ঠিক কত তারিখে অনুষ্ঠিত হবে তা পরে জানানোর কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচিত হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এতদিন ১০০ নম্বর এমসিকিউ এবং এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ২০ নাম্বারসহ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতো।