অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগরতলা ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর মুক্তি দিবস স্মরণে ডাকটিকেট অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার  

১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন মন্ত্রী।

১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন মন্ত্রী।

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি দিবস ২২ ফেব্রুয়ারি। দিবসটি স্মরণে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক অধিদপ্তর ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও উদ্বোধন করা হয়। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন।

স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।

দিবসটি প্রসঙ্গে মোস্তাফা জব্বার বলেন, এই মামলাকে কেন্দ্র করেই  ঊনসত্তরের গণঅভ্যূত্থানের সৃষ্টি হয়। এই মামলার অভিযুক্ত প্রত্যেকের পরিবারকে সে সময় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হয়েছে। একসময় বঙ্গবন্ধুকে প্যারলে মুক্তি দিতে চাইলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব খবর পাঠিয়ে মুক্তি নিতে বারণ করেন। গণঅভ্যূত্থানে দিশে হারা  আইয়ুব খান ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হন এবং এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে মুক্তি লাভ করেন। দিবসটি স্মরণ করতেই আমাদের এমন উদ্যোগ।