অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিয়াদে গাছ কেটে লাকড়ি বিক্রি করায় ৫ বাংলাদেশি গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ১০:৫১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

সৌদি আরবের রাজধানী রিয়াদে গাছ কেটে লাকড়ি বিক্রি করার অপরাধে ৫ বাংলাদেশি ও ১ সুদানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৭৫ টন লাকড়ি। দেশটির বন আইনে গাছ কাটা নিষিদ্ধ। এছাড়াও স্থানীয় লাকড়ি বিক্রি ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। 

সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, পানি ও কৃষি মন্ত্রণালয়ের যৌধ উদ্যোগে পরিচালিত একটি অভিযানের অংশ হিসেবে ধরা পড়ে এই অপরাধ। এই অভিযানে স্থানীয়ভাবে গাছের ডালপালা কেটে লাকরি তৈরি, বিক্রি ও আন্তঃশহর পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

অভিযানের মুখোপাত্র মেজর রায়েদ আল-মালিকিকে উদ্ধৃত করে আরব নিউজের খবরে বলা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়েছে। আর আটককৃত কাঠগুলো পরিবেশ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। 

পরিবেশগত এসব অপরাধের বিরুদ্ধে সৌদিআরব কঠোর অবস্থানে রয়েছে। এবং কোথাও আইনের লঙ্ঘন চোখে পড়লে তা ৯১১ এ কল করে জানানোর জন্য বলা হয়েছে।