অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলঙ্কায় একই মাঠে দুই টেস্ট খেলবে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রোববার  

শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হওয়া দুই টেস্ট খেলতে এপ্রিলে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ খেলতে ডিসেম্বর থেকেই লঙ্কান বোর্ডের সাথে আলাপ করে আসছিল বিসিবি। অবশেষে একই ভেন্যুতে দুই টেস্ট খেলার বিষয়ে সম্মত হয়ে সিরিজটি চূড়ান্ত হয়েছে। 

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, এপ্রিলের ১২ থেকে ১৫ তারিখের মধ্যেই শ্রীলঙ্কার উদ্যেশ্যে দেশ ছাড়বে মুমিনুল হকরা। আইপিএলের মাঝামাঝি হওয়ায় সিরিজে খেলবেন না সাকিব আল হাাসান। মোস্তাফিজ চাইলে তাকে ছুটি দেয়া হবে বলে জানানো হয়েছে। 

এদিকে করোনা প্রটোকল সম্পর্কে নিজাম উদ্দিন চৌধুরি বলেন, শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো। ইংল্যান্ড সফর করে গেছে কিছুদিন আগেই। লঙ্কান বোর্ড থেকে জানানো হয়েছে অন্য দেশের মতোই করোনা বিধি থাকবে বাংলাদেশের জন্যও।