অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ০৩:২৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা হয়েছে নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর এই জানাজা সম্পন্ন হয়। পারিবারিক ঘনিষ্ঠরা জানান এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব নিজেই তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করেন।

প্রথম জানাজা শেষে এটিএম শামসুজ্জামানের মরদেহ নেওয়া হচ্ছে রাজধানীর সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে। সেখানে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে তার মরদেহ। 
শ্রদ্ধাশেষে সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

চলচ্চিত্র ও নাট্যজগতের শিল্পী কলাকুশলীসহ সকল পর্যায়ের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেছেন। 

শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মারা যান এটিএম শামসুজ্জামান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।