অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিশুর মানসিক স্বাস্থ্য ও পুষ্টি

চট্টগ্রামে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির ক্যাম্প সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ১০:৩৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উৎযাপনে “গর্বিত বাংলাদেশি- দুর্দান্ত নেতৃত্বের আন্দোলন” প্রজেক্টকে সামনে রেখে শিশুদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্প আয়োজন করেছে গ্লোবাল ল’থিঙ্কারস সোসাইটি। 

করোনা মহামারিতে বন্দি জীবনের মানসিক চাপ ও এর ভয়াবহতা কাটিয়ে শিশু ও তরুণদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে এই কাউন্সিলিং ক্যাম্প আয়োজন করা হয়। চট্টগ্রামের বি সি এস আই আর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে শিশুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। 

এছাড়াও শিশুদেরকে স্কুল ব্যাগ, প্যাড, কলম, টি শার্ট এবং গুড়া দুধ, সি-ভিটের মতো পুষ্টি উপাদান দেয়া হয়। SDG এর ২, ৩ এবং ৪ বাস্তবায়নই এই ক্যাম্পের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা, ময়মনসিং, রংপুর, খুলনা, নড়াইল, বরগুনা, রাজশাহী, পিরোজপুর সহ আরও কয়েকটি জেলায় ক্যাম্প আয়োজন করে ১০০০ শিশুকে এমন সুযোগ সুবিধা দেয়া হবে বলেও জানানো হয়। 

ক্যাম্প প্রসঙ্গে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাওমান স্মিতা বলেন, “করোনা মহামারীর পরবর্তী সময়ে নতুন করে স্বাভাবিক জীবন যাপনের জন্য শিশু ও তরুণদেরকে আত্নবিশ্বাসী ও ইতিবাচক মানসিকতায় গড়ে তুলতে হবে।“ 

সংগঠনের চীফ কো-অর্ডিনেটর মনির হোসেন বলেন, “ঘর বন্দি জীবনে শুধু অনলাইন ক্লাস ও পড়াশোনার চাপ নয়, পাশাপাশি ছোট পরিসরে খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে শিশুদের মানসিক চাপ কমিয়ে আনতে হবে, এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “

১৮ ফেব্রুয়ারীর ক্যাম্পে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষিকা রৌশন আরা ইয়াছমিন, ইজকম প্রতিষ্ঠানের সিইও রাফসান চৌধুরী, ফিশ ফার্মারস এসোসিয়েশনের জেনারেক সেক্রেটারি এবং গ্লোবাল ল’থিঙ্কারস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আহসানুল আলম জন, কান্ট্রি লীডার মাহির দাইয়ান।