অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এটিএম শামসুজ্জামান আর নেই

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:০৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ১০:৩৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

দেশের বরেণ্য অভিনেতা একুশে পদকে ভূষিত শিল্পী এটিএম শামসুজ্জামান আর নেই। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। পরিবার সূত্রের বরাতে এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরান ঢাকায় আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। 

এর আগেও একাধিকবার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো এটিএম শামসুজ্জামানকে। ২০২০ সালের ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।

কৌতুকময় চরিত্রের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রিয় মানুষের মন জয় করে নেওয়া একজন অভিনেতা ছিলেন এই এটিএম শামসুজ্জামান। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের জন্য আজীবন সম্মাননাসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ছয়বার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি।